সৌদির একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন

0
217

খবর৭১:সৌদির একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। দেশটির জিজান প্রদেশের একটি সামিরক ঘাঁটিতে হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা ওই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে সৌদি। নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়। খবর প্রেস টিভি।

একটি সামরিক সূত্রের বরাত দিয়ে ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, জিজান প্রদেশের আল-খোবে এলাকার সামরিক ঘাঁটিতে সোমবার হামলা চালানো হয়। হামলায় ইয়েমেনি বাহিনী ১৫০ কিলোমিটার পাল্লার জিলজাল-১ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে।

খবরে বলা হয়েছে, সৌদি সেনাদের একটি সমাবেশ লক্ষ্য করে ইয়েমেনি সেনারা হামলা চালিয়েছে তবে এতে হতাহত বা সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানানো হয়নি।

সৌদি আরবের একই প্রদেশের জাবাল আদ-দাউদ এলাকায় ইয়েমেনি স্নাইপাররা একজন সৌদি সেনাকে হত্যা করেছে। এছাড়া, জাজান প্রদেশের আল-মাশআল সামরিক ঘাঁটিতে ইয়েমেনি স্নাইপারদের গুলিতে আরো তিন সেনা নিহত হয়েছে। পাশাপাশি আনসারুল্লাহ যোদ্ধাদের রকেট হামলায় সৌদি আরবের আস-সুদাইস ঘাঁটির একটি সামরিক যান ধ্বংস হয়েছে।

খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here