সোমালিয়ায় সন্ত্রাসী হামলা, মন্ত্রী নিহত

0
224

খবর৭১ঃ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে সন্ত্রাসী হামলায় মন্ত্রীসহ ৫ জন নিহত হয়েছে। একটি সরকারি ভবন জিম্মি করে হামলাটি চালানো হয়। মার্কিন সংবাদমাধ্যম এপি’র খবরে এ তথ্য জানানো হয়েছে।

সোমালিয়ার সরকারি কর্মকর্তা ক্যাপ্টেন মোহামেদ হোসাইন বলেন, মন্ত্রী সাকার ইব্রাহিম আব্দুল্লাহ ওই ভবনের নীচতলায় ছিলেন। হামলা শুরুর অল্পক্ষণ পরই তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান।

ভবনের বাইরে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানোর পাঁচজন বন্দুকধারী ভবনটিতে ঢুকে হামলা চালায়। ভেতরে বন্দুকধারীরা নির্বিচারে গুলি চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

বর্তমানে সোমালিয়ার নিরাপত্তা বাহিনী অভিযান শেষ করে ভবনটির নিয়ন্ত্রণ নিয়েছে বলে এক পুলিশ কর্মকর্তা এপির প্রতিবেদকে জানিয়েছে। হামলার সরকারি ভবনটির বাইরে সরকারি সেনাদের আতঙ্কে ছোটাছুটি করতে দেখা গেছে।

নিহত সাকার ইব্রাহিম আব্দুল্লাহ সোমালিয়া সরকারের শ্রম ও সমাজকল্যান বিভাগের মন্ত্রী ছিলেন। এ হামলা দায় স্বীকার করেছে সোমালিয়া ভিত্তিক জঙ্গি সংগঠন আল-শাবাব।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here