সোমবার পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি: সাত কলেজ

0
590

খবর৭১ঃ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের পাঁচ দফা দাবি রোববারের মধ্যে বাস্তবায়ন না হলে সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

তবে এই সময়ের মধ্যে শান্তিপূর্ণ কর্মসূচি চলবে।

বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা কলেজ ক্যাফেটারিয়ায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

সাত কলেজের প্রতিনিধিদলের পক্ষ থেকে ঢাকা কলেজ শিক্ষার্থী কাজী নাসির বলেন, আমাদের সমস্যা সমাধানের জন্য আমরা ঢাবি ভিসির সঙ্গে আলোচনা করেছি।

আমরা তাদের কথায় ততটা আশস্ত হতে পারিনি। তবে ভিসির প্রতি সম্মান রেখে আন্দোলন স্থগিত করছি। এই সময়ের মধ্যে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।

শান্তিপূর্ণ কর্মসূচি হিসেবে শনিবার শিক্ষার্থীদের পক্ষ থেকে সাত কলেজ অধ্যক্ষদের কাছে সমস্যাগুলো নিয়ে স্মারকলিপি প্রদান করব।

তিনি আরও বলেন, ঢাবি ভিসি রোববার সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে মিটিংয়ে বসবেন। সেখানে আমাদের দাবিগুলো নিয়ে কথা বলে তা সাংবাদিকদের জানাবেন।

যদি আমাদের দাবি যথাযথভাবে বাস্তবায়ন না হয়, তা হলে সোমবার ঢাকা কলেজে ক্যাফেটারিয়ায় সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।

কেমন কর্মসূচি হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রয়োজনে যৌক্তিক দাবি আদায়ে আমরণ অনশনে যাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here