সোনারগাঁবাসীর সমস্যাগুলো এক এক করে খুঁজে বের করেছি : এমপি খোকা

0
340

জহিরুল ইসলাম মৃধা,সোনারগাঁও(নারায়ণগঞ্জ)প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা বলেছেন, ‘সোনারগাঁয়ের স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা যখন আমাকে মামা ও আমার সহধর্মীনি ডালিয়াকে মামি বলে ডাকে তখন আনন্দে মনটা ভরে যায়। আমার এই এক লক্ষ ভাগিনা-ভাগনিই সোনারগাঁয়ের ভবিষ্যত। আমি তাদেরকে সাথে নিয়েই সোনারগাঁয়ের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনবো। তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে প্রকৃত দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে আমার সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে। এজন্যই আমি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর শিক্ষা ক্ষেত্রকে সর্বাধিক গুরুত্ব দিয়েছি। এমপি হওয়ার পর মাত্র সাড়ে তিন মাসের মধ্যে আমি এই উইমেন্স কলেজসহ মোট ৪টি কলেজের নতুন ভবন পাশ করিয়েছি। এছাড়া গত চার বছরে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ৪১টি নতুন ভবন পাশ হয়েছে। যেগুলোর মধ্যে ২০টির টেন্ডার কার্যক্রম বর্তমানে প্রকৃয়াধীন রয়েছে। এসব ভবনের অনুমোদনের জন্য আমি প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মহোদয়কে সোনারগাঁয়ে এনে পুরাতন ভবনগুলোর দূরবস্থার ভিডিও চিত্র তার সামনে তুলে ধরেছি। তাছাড়া আমার প্রচেষ্টায় ১০টি হাইস্কুল ভবন ও ৫টি মাদ্রাসা ভবন অনুমোদন পেয়েছে।’
১৯ মার্চ সোমবার প্রায় পৌনে তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজের একাডেমিক ভবনের শুভ উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠান-২০১৮’ এ প্রধান অতিথির বক্তব্যে এমপি লিয়াকত হোসেন খোকা এসব কথা বলেন।
অত্র কলেজের অধ্যক্ষ আমীর হোসেন সরকারের সভাপতিত্বে এসময় এমপি লিয়াকত হোসেন খোকা আরো বলেন, আমি বিশ্বাস করি যে মানুষ তার কর্মের মাধ্যমে চিরকাল বেঁচে থাকতে পারে। সেজন্য আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সোনারগাঁবাসীর সমস্যাগুলো এক এক করে খুঁজে বের করেছি। এরপর তা সমাধানের চেষ্টা চালিয়ে আসছি। আমি জনগণের শান্তি কামনা করি। তাই আজ পর্যন্ত কাউকে অন্যায়ভাবে কষ্ট দেইনি। কাউকে মিথ্যা মামলায় ফাঁসাইনি। স্বাধীনতার পক্ষের শক্তিকে সাথে নিয়ে রাতদিন কঠোর পরিশ্রম করে সোনারগাঁয়ের উন্নয়ণ করে যাচ্ছি। সোনারগাঁয়ের এমন কোন এলাকা নেই যেখানে আমার উন্নয়ণের ছোঁয়া লাগেনি। হরিহরদী ব্রীজ, ভাটিবন্দর ব্রীজ ও মান্দারপাড়া ব্রীজসহ এ পর্যন্ত ৬টি বড় ব্রীজের অনুমোদন হয়েছে। এখন শম্ভুপুরা থেকে সাবদী পর্যন্ত আরেকটি বড় ব্রীজটির অনুমোদনের জন্য আমি সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। আল্লাহ কবুল করলে এটিও হবে ইনশাআল্লাহ।
এসময় এমপি খোকা আরো বলেন, মহাজোট সরকারের আমলে পুরুষের পাশাপাশি নারীরাও এখন দেশের অগ্রযাত্রায় বিশেষ ভূমিকা পালন করছে। তারা এগিয়ে এসেছে বলেই বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে। সামনেই আসছে জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনেও আওয়ামীলীগ ও জাতীয় পার্টির মহজোট থাকবে ইনশাআল্লাহ। তাই দেশের অগ্রযাত্রাকে আরো গতিময় করতে আমাদের সবাইকে অবশ্যই মহাজোটের সাথে থাকতে হবে। তাছাড়া সংসদ নির্বাচনের আগে প্রার্থীরা জনগণের কাছে অনেক ধরনের ওয়াদা-অঙ্গিকার করেন। কিন্তু পরে সেই ওয়াদার আর কোন খবর থাকে না। তাই আমি আগে উন্নয়ণ করছি, এরপর ভোট চাইবো। আমি আরেকবার সোনারগাঁবাসীর খেদমতের সুযোগ পেলে, উন্নয়ণ প্রয়োজন এমন কোন কাজ অবশিষ্ট রাখবো না ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর ইসলাম, উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও এমপি লিয়াকত হোসেন খোকার সহধর্মীনি ডালিয়া লিয়াকত, সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজের প্রতিষ্ঠাতা খুরশিদা হক, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান, কাজী ফজলুল হক উইমেন্স কলেজের গভর্নিং বডির সদস্য মোহাম্মদ আলী মন্টু ও আবু নাইম ইকবাল, বারদী ইউপি চেয়ারম্যান জহিরুল হক, জামপুর ইউপি চেয়ারম্যান হামীম সিকদার শীপলু, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সনমান্দী ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহসহ অন্যান্য চেয়ারম্যানবৃন্দ। এসময় কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here