সোনারগাঁওয়ে ৪ বালু শ্রমিককের বিভিন্ন মেয়াদের কারাদন্ড ও জরিমানা

0
261

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৪ ড্রেজার শ্রমিককে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার বিকালে মেঘনা নদী থেকে বালু উত্তোলনের সময় তাদের আটক করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিএম রুহুল আমিন রিমন এ আদালত পরিচালনা করেন।
সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিএম রুহল আমিন রিমনের বরাত দিয়ে প্রধান সহকারী আব্দুল খালেক জানান, মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের সময় কয়েকটি ড্রেজারের শ্রমিককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে মোঃ জাবেদ হোসেন (২৬)কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৩ দিন, মোঃ সবুজ হোসেন (৩২)কে ১০দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। অপরদিকে, মোঃ আলম ও মোঃ ইমরান হোসেনকে ৫০ হাজার টাকা করে জরিমানা ও ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
সাজাপ্রাপ্ত মোঃ জাবেদ হোসেন লক্ষীপুর জেলার শাকচর গ্রামের শাহ আলমের ছেলে, মোঃ আলম উপজেলার ভাটিবন্দর গ্রামের আব্দুল করিম ব্যাপারীরে ছেলে, ইমরাম হোসেন ভাটিবন্দর গ্রামের বাচ্চু মিয়ারে ছেলে ও সবুজ পটুয়াখালী জেলার ধবান্দি গ্রামের আব্দুল হকের ছেলে।
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here