সোনারগাঁওয়ে ২ বালু শ্রমিককে কারাদন্ড ও জরিমানা

0
230

মোঃ জহিরুল ইসলাম মৃৃধা সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আনন্দবাজার এলাকায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুই ড্রেজার শ্রমিককে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এবিএম রুহুল আমিন রিমন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
সোনারগাঁও সহকারী কমিশনার (ভূমি) বিএম রুহুল আমিন রিমন জানায়, উপজেলার আনন্দবাজার এলাকায় মেঘনা নদীতে একটি সিন্ডিকেট করে দীর্ঘ দিন ধরে ৩০/৪০টি ড্রেজারের সাহায্যে অবৈধ ভাবে বালু উত্তোলন করে যাচ্ছে। ফলে নদীর পাশের হাড়িয়া, সোনাময়ী, বৈদ্যপাড়া সহ কয়েকটি গ্রাম নদী গর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়ে উঠেছে। গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে কামাল ও রোকনউদ্দিন নামের দুই ড্রেজার শ্রমিককে আটক করা হয়। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৭ দিনে কারাদন্ড ও কামাল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
কামাল হোসেন সোনারগাঁও পৌরসভার গোবিন্দপুর এলাকায় মৃত আবুল কাসেম ছেলে ও রোকন মিয়া কিশোরগঞ্জ জেলার খাসাপুর গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে।
খবর ৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here