সোনারগাঁওয়ে স্বাস্থ্য সম্মত জীবন যাপন ও পরিবেশের প্রভাব বিষয়ক কর্মশালা

0
390

জহিরুল ইসলাম মৃধা,সোনারগাঁও(নারায়ণগঞ্জ)প্রতিনিধি ঃ লাইফ স্টাইল এবং হেলথ এডুকেশন এন্ড প্রমোশন কর্মসূচীর আওতায় স্বাস্থ্য সম্মত জীবন যাপন ও পরিবেশের প্রভাব বিষয়ক কর্মশালা গতকাল বুধবার সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর উদ্যোগে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানভীর আহাম্মেদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীনুর ইসলাম। বক্তব্য রাখেন জুনিয়র মেডিসিন কনসালটেন্ট ডাঃ মহিউদ্দিন আহাম্মেদ। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম প্রধান, সমাজ সেবা কর্মকর্তা সাকিবা সুলতানা, প্রথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসিনুল হাবিব, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ সারোয়ার আলোম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সফিকুল ইসলামসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, উপ-সহকারী মেডিক্যাল কর্মকর্তা, নার্স ও ইপিআই কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here