সোনারগাঁওয়ে সন্ত্রাস, জঙ্গী ও মাদকের বিরুদ্ধে পাঁচ শতাধিক নারী পুরুষের শপথ

0
326

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে সন্ত্রাস, জঙ্গী ও মাদক বিরোধী এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় উপস্থিত প্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ পাঁচ শতাধিক মানুষ সন্ত্রাস, জঙ্গী ও মাদক দমনের বিরুদ্ধে শপথ নিয়েছেন।
সোনারগাঁও উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) শাহীনুর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁও আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। সভায় মুখ্য আলোচক ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়া।
এসময় বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলার উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান, সোনারগাঁও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ আলম রুপম, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক সুলতান আহাম্মেদ মোল­া বাদশা, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. আব্দুর রউফ, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হা-মিম শিকদার শিপলু,নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ প্রমুখ।
সভায় উপজেলার সোনারগাঁও বিশ^বিদ্যালয় কলেজ, ফজলুল হক উইমেন্স কলেজ, জি.আর ইনিষ্টিটিউশন স্কুল এন্ড কলেজ সহ সকল প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী সহ পাঁচ শতাধিক মানুষ সন্ত্রাস, জঙ্গী ও মাদক দমনের বিরুদ্ধে শপথ নিলেন।
প্রধান অতিথির বক্তব্যে লিয়াকত হোসেন খোকা বলেন, সন্ত্রাস, জঙ্গীবাদ ঠিকানা এ দেশে নাই। তাদের দমন করার জন্য প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাস, চাঁদাবাজ ও জঙ্গীবাদ মুক্ত দেশ গড়ার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here