সোনারগাঁওয়ে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৪ তম জন্মোৎসব উদযাপিত

0
371

জহিরুল ইসলাম মৃধা সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত শিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের চারণ ভূমি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে শিল্পাচার্যের ১০৪ তম জন্মোৎসব পালন করা হয়েছে।
শুক্রবার ফাউন্ডেশনের লোকজ মঞ্জে মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে দিনব্যাপী বর্ণিল অনুষ্ঠানমালার আয়োজন করে ফাউন্ডেশন কতৃপক্ষ। এজন্য তাঁর আবক্ষ ভাস্কর্যের পাদদেশে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়।
ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপের সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্পাচার্যের বর্ণাঢ্য জীবন ও কর্মের নানা দিক নিয়ে আলোচনা করেন বাংলাদেশ টেলিভিশন নারায়ণগঞ্জের প্রতিনিধি একেএম মাহফুজুর রহমান, ফাউন্ডেশনের উপ-পরিচালক মো: রবিউল ইসলাম, প্রদর্শন কর্মকর্তা একেএম আজাদ সরকার, একে এম মুজাম্মিল হক মাসুদ, কবি আফরোজা কণা প্রমুখ। অনুষ্ঠানে লোকসঙ্গীত পরিবেশন করেন শিল্পী আনিসা, শিল্পী রুমা, মমতা দাসী বাউল, রণঞ্জিৎ দাস বাউল, লালন পাঠশালার ছোট্ট সোনামণিগণ এবং নারায়ণগঞ্জের অর্চনা একাডেমির শিল্পীবৃন্দ।
অনুষ্ঠানে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, কর্মরত কারুশিল্পী প্রদর্শনীর বিশেষ আয়োজন করা হয়। বিপুলসংখ্যক দর্শক বর্ণাঢ্য অনুষ্ঠানমালা উপভোগ করেন।
খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here