সোনারগাঁওয়ে শিক্ষার্থীদের সুনাগরিক গড়ে তোলার লক্ষ্যে সাংস্কৃতিক কর্মকান্ড অনুষ্ঠিত

0
224

খবর৭১,জহিরুল ইসলাম মৃধাসোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ভট্টপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষে বাহাউল হক ফাউন্ডেশনের উদ্যোগে সাংস্কৃতিক কর্মকান্ড অনুষ্ঠিত হয়েছে।
সোনারগাঁও জি. আর. ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. সুলতান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীনূর ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন, বাহাউল হক ফাউন্ডেশনের ইনচার্জ সুরাইয়া সুলতানা, সোনারগাঁও প্রাথমিক শিক্ষা অফিসের ইনন্ট্রাটক পপি আক্তার, ভট্টপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিআর বিলকিস, রোকেয়া আক্তার, নাসিমা শাহিন, মানিক চন্দ্র দাস, মশিউর রহমান, মনির হোসেন প্রমুখ। এসময় শিক্ষার্থীদের শুদ্ধ ভাষায় জাতীয় সংঙ্গীতসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পরে শিক্ষার্থীদের মধ্যে বাহাউল হক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here