সোনারগাঁওয়ে মাসব্যাপী লোকজ উৎসব আগামী ১৪ জানুয়ারী

0
304

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মাসব্যাপী লোকজ উৎসব ও লোকজ মেলা। এ মেলা উপলক্ষে মঙ্গলবার বিকেলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় ফাউন্ডেশন কর্তৃপক্ষ এ তথ্য জানান। মতবিনিময় সভায় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। বিশেষ অতিথি ছিলেন, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শাহিনুর ইসলাম, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট নুরজাহান,সোনারগাঁও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার ,সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম, সোনারগাঁও থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া। এসময় বক্তব্য রাখেন, সোনারগাঁও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গণি, সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি অসিত কুমার দাস, সাংবাদিক একেএম মাহফুজুর রহমান, আল আমিন তুষার, শাহাদাত হোসেন রতন, আসাদুজ্জামান নূর, মনিরুজ্জামান মনির, ফারুক হাসান, গাজী মোবারক, মাজহারুল প্রমুখ।
মেলায় প্রতিদিন লোকজ মে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্কুলের ছেলে মেয়েদের পরিবেশনায় বিলিপ্ত প্রায় গ্রামীণ খেলা,পুতুল নাচ, কর্মরত কারুশিল্পী প্রদর্শনী, মৃৎ শিল্পের উপর বিশেষ প্রদর্শনী ছাড়াও নানা অনুষ্ঠান থাকবে।
মতবিনিময় সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা দিক নিয়ে আলোচনা করা হয়।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here