সোনারগাঁওয়ে ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা ;ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর

0
225

মোঃ জহিরুল ইসলাম মৃৃধা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সকালে জামপুর ইউনিয়নের জামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত ওই ব্যবসায়ীকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহতদের বড় ভাই জুলহাস মিয়া বাদী হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের জামপুর গ্রামের মোমেন ভূইয়ার সাথে একই গ্রামের আসাদ মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গতকাল মঙ্গলবার সকালে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে মোমেন ভূইয়ার নেতৃত্বে গোলাপ মিয়া, মফিজুল ইসলামসহ ৫-৭জনের একটি দল রাম দা, লোহার রড, লাঠিসোটা নিয়ে আসাদ মিয়ার উপর হামলা চালায়। এসময় তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করে। এসময় ওই ব্যবসায়ীর ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে ব্যবসায়ী আসাদকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় আহতের বড় ভাই জুলহাস মিয়া বাদী হয়ে বিকেলে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।
আহদের ভাই জুলহাস মিয়া জানান, দীর্ঘদিন ধরে মোমেন ভূইয়ার সঙ্গে তাদের বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে তার ভাই আসাদ মিয়াকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা চালায়।
অভিযুক্ত মোমেন ভূইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, হামলার সঙ্গে তিনি জড়িত না। তবে তাদের সঙ্গে কথাকাটাকাটি হয়েছে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, হামলার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here