সোনারগাঁওয়ে বিএনপির ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

0
189

জহিরুল ইসলাম মৃধা সোনারগাঁও(নারায়ণগঞ্জ)প্রতিনিধি ঃ
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় রায়কে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরনের ঘটনায় বৃহস্পতিবার রাতে ৪৮ বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় এনামুল হক রবিনকে প্রধান আসামী করে ৪৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০/৫০ নেতাকর্মীকে আসামী করা হয়েছে। পুলিশের এসআই তহিদ উল্লাহ বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদন্ড ও খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা রায়কে কেন্দ্র করে গত বুধবার দুপুরে আইয়ুব প্লাজার সামনে মহাসড়কের ফুটপাতে বিএনপি ও জামায়াত জোটের নেতারা গণতান্ত্রিক সরকারকে উৎখাত করার যড়যন্ত্র করে চারটি ও কাঁচপুর এলাকায় ৪/৫টি ককটেল বিস্ফোরন ঘটনায়। এসময় এনামুল হক রবিন, নুরনবী মাষ্টারকে আটক করা হয়। এঘটনায় পুলিশের এসআই তহিদ উল্লাহ বাদি হয়ে ৪৮ জনের নাম উল্লেখ করে আরো ৪০/৫০ জনকে অজ্ঞাতনামা আসামী করে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করেন।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here