সোনারগাঁওয়ে বারদীতে লোকনাথ ব্রহ্মচারীর ১২৮ তম তিরোধান উৎসব উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

0
294

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বারদী লোকনাথ ব্রহ্মচারীর ১২৮ তম তিরোধান উৎসব উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে বারদী আশ্রমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম কমিটির সভাপতি রমেশ চন্দ্র ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বী মিয়া।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমান, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীনুর ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) বিএম রুহুল আমিন রিমন, সোনারগাঁও থানার মো. মোরশেদ আলম, উপজেলা শিক্ষা অফিসার নিখিল চন্দ্র বিশ্বাস, মহিলা উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহা আলম রূপম,বারদী আশ্রম কমিটির সাধারন সম্পাদক বিজয় কুমার মোদি, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হা-মীম শিকদার শিপলু, নোয়াগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বারদী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব উপলক্ষ্যে ওয়াচ টাওয়ারের মাধ্যমে র‌্যাব নিরাপত্তায় থাকবে। ভ্রাম্যমান আদালত পরিচালনার জন্য ৩ জন ম্যাজিষ্ট্রেট, ১৫০ জন আনসার সদস্য থাকবে। তালতলা ও মোগরাপাড়া থেকে বড় কোন যানবাহন এ রাস্তায় প্রবেশ করতে দেওয়া হবেনা। নারী ছিনতাই রোধে নারী পুলিশের সংখ্যা বাড়ানো হবে এবং সার্বক্ষনিক নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে বলে জানান তিনি।
আগামী ৩রা জুন সোনারগাঁওয়ে বারদী লোকনাথ ব্রহ্মচারীর ১২৮ তম তিরোধান উৎসব অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে আশ্রম কমিটি ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here