সোনারগাঁওয়ে ফসলী জমির মাটি কাটার অপরাধে পাঁচ শ্রমিকের কারাদন্ড

0
439

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ কৃষকের ফসলি জমি থেকে অবৈধ ভাবে মাটি কেটে নেয়ার অভিযোগে ৫ শ্রমিককে আটক করেছে পুলিশ। গতকাল রোববার উপজেলার জামপুর ইউনিয়নের সিংলাব এলাকা থেকে তাদের আটক করে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি মাটি কাটার বেকু জব্দ করেন। এ ঘটনায় আটককৃত প্রত্যেকে ১০ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিএম রুহুল আমিন এ দন্ড প্রদান করেন ।
সোনারগাঁও উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার জামপুর ইউনিয়নে সিংলাব এলাকায় কৃষকদের ফসলি জমি থেকে অবৈধ ভাবে মাটি কেটে ইট ভাটায় বিক্রি করে এ অভিযোগে গতকাল রোববার ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাটি বিক্রির অভিযোগ ও জমির শ্রেনী পরিবর্তন করার অপরাধে মাহবুব আলম, মারুফ, সোহেল মিয়া, সুজন ও আকাশ নামের পাঁচ শ্রমিককে আটক করা হয়।
সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিএম রুহুল আমিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বসিয়ে আটককৃত প্রত্যেককে দশ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here