সোনারগাঁওয়ে প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

0
308

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জনের সাফল্যে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

উপজেলা প্রাঙ্গণ হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেয়।

শোভাযাত্রা শেষে উপজেলা কার্যালয় চত্বরে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ-৩ আসনের জাতীয় পার্টির দলীয় সাংসদ লিয়াকত হোসেন খোকা, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিএম রুহুল আমিন রিমন, সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুল জব্বার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুলতান আহাম্মেদ মোল্লা বাদশা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান, শিক্ষা কর্মকর্তা আ.ফ.ম জাহিদ ইকবাল। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিবি তহুরার স ালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুল ইসলাম, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।

সভায় বক্তারা দেশের উন্নয়নের সাফল্য ধরে রাখতে সবাইকে এক সাথে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।

এদিকে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ায় সাফল্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা অনুষ্ঠান মালার আয়োজন করেছে বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here