সোনারগাঁওয়ে পৌরবাসীর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

0
374

সোনারগাঁও(নারায়ণগঞ্জ)প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ত্রিবর্দী এলাকায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোনারগাঁও পৌরসভার অধিভুক্ত ৩নং ওয়ার্ডের ছোট শীলমান্দি মৌজার প্রায় ৯৮ বিঘা জমি মোগরাপাড়া ইউনিয়নে ৭ নং ওয়ার্ডে সংযুক্তির প্রতিবাদে শনিবার বিকেলে এ কর্মসূচি পালন করেন সোনারগাঁও পৌরবাসী।
সোনারগাঁও পৌরসভার মেয়র সাদেকুর রহমানের নেতৃত্বে বিপুল সংখ্যক নারী পুরুষ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এ সমাবেশে অংশ নেন।
বিক্ষোভ সমাবেশে পৌর মেয়র সাদেকুর রহমান বলেন, আমাদের আজকের এ প্রতিবাদ সরকারের বিরুদ্ধে নয়, সরকারের উন্নয়নের অংশীদার হিসেবে আমাদের ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি পালন করছি। অন্যায় ভাবে পৌরসভার পার্শ্ববর্তী মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ আমাদের অধিভুক্ত প্রায় ৯৮ বিঘা জমি কেটে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের অধীনে নিয়ে গেছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শামসুল ইসলাম ভূইঁয়া, সোনারগাঁও পৌর জাতীয় পার্টির সভাপতি হাজী পিয়ার আলী, প্যানেল মেয়র আলী আকবর, মহিলা কাউন্সিলর জাহেদা আকতার মনি, কামরুন নাহার রিতা, পারভিন আক্তার, কাউন্সিলর মনিরুজ্জামান মধু, মো. রফিকুল ইসলাম, নাঈম আহমেদ রিপন, মো. শাহজালাল, সাবেক কাউন্সিলর রোখসানা আক্তার, মো. জসিমউদ্দিন, মোশারফ হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী আমজাদ হোসেন, সোনারগাঁও যুব সংঘের সাধারণ সম্পাদক মোতালেব মিয়া স্বপন, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ প্রমূখ।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here