সোনারগাঁওয়ে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে পুরস্কার ঘোষিত শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত

0
312

জহিরুল ইসলাম মৃধা সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে তালিকাভূক্ত পুরস্কার ঘোষিত মাদক ব্যবসায়ী আলী নূর (৫০) নিহত হয়েছে এবং পুলিশের চার সদস্য আহত হয়েছে। রোববার ভোর রাতে সোনারগাঁও পৌরসভার চিলারবাগ গ্রামের বালুর মাঠে এ বন্দুক যুদ্ধ হয়।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাড়ি চিনিষ এলাকায় রোববার রাতে সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হকের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজা সহ পুলিশের তালিকাভূক্ত ও পুরস্কার ঘোষিত শীর্ষ মাদক ব্যবসায়ী আলী নূর ও তার সহযোগী মাসুদুর রহমানকে গ্রেফতার করে। পরে তাদের তথ্যের ভিত্তিতে অন্য মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের অভিযান চালানো হয়। সোনারগাঁও পৌরসভার চিলারবাগ গ্রামের বাবুল মিয়ার বালুর মাঠে পৌছলে পুলিশের কাছ থেকে আটককৃতদের ছাড়িয়ে নিতে মাদক ব্যবসায়ীরা পুলিশের উপর হামলা করে গুলি চালায়। পুলিশ পাল্টা গুলি ছুড়ার পর মাদক ব্যবসায়ী আলী নুর মাটিতে লুটিয়ে পড়ে এবং সহযোগী মাসুদুর রহমান পুলিশের হাতকড়া অবস্থায় পালিয়ে যায়। এসময় সোনারগাঁও থানা পুলিশের দুই এএসআই শাহীন উল্লাহ ও ইমামুল ইসলাম এবং কনস্টেবল কাউসার ও বাকিবিল্লাহ আহত হয়। আলী নুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। পুলিশ তার কাছ থেকে ২শ পিছ ইয়াবা একটি ওয়ান সুটারগান, এক রাউন্ডগুলি ও এক কেজি গাঁজা উদ্ধার করে। নিহত মাদক ব্যবসায়ী আলিনুরের বিরুদ্ধে থানায় ২৫টি অন্যান্য মামলা রয়েছে। নিহত আলিনূর উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ী মজলিশ গ্রামের মৃত আক্কাছ আলীর ছেলে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here