সোনারগাঁওয়ে ছাত্রীকে ইভটিংজিয়ের অপরাধে বখাটের এক মাসের কারাদন্ড

0
299

সোনারগাঁও(নারায়ণগঞ্জ)প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অনার্স পড়ুয়া (২১) নামে এক ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে মনির হোসেন (২৪) নামে এক বখাটেকে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বুধবার দুপুরে সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম রুহুল আমিন রিমন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক মাসের কারাদন্ড দেন বখাটে মনির হোসেনকে। বখাটে মনির হোসেন উপজেলার দৈলরবাবাগ গ্রামের হালিম ব্যবসায়ী মোতালেবের ছেলে।
সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম রুহুল আমিন রিমন জানান, গতকাল বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে ভবনাথপুর গ্রামের ব্যাঙ্কার মনিরুজ্জামানের মেয়ে অনার্স পড়ুয়া প্রথম বর্ষের ছাত্রী সকালে কারাতে শিখতে মোগরাপাড়া চৌরাস্তায় পায়ে হেটে যেতে থাকে। এ সময় সোনারগাঁও পৌরসভার দৈলেরবাগ গ্রামের আঃ মোতালেব মিয়ার ছেলে মনির হোসেন ওই ছাত্রীর শরীরে ধরে উত্ত্যক্ত করিলে ওই ছাত্রী আত্মরক্ষাতে বখাটে মনিরকে উত্তম মাধ্যম দেয়। পরে পুলিশ বখাটে মনির হোসেনকে আটক করে নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here