সোনারগাঁওয়ে চাঁর ড্রেজার শ্রমিককের বিভিন্ন মেয়াদের কারাদন্ড

0
278

জহিরুল ইসলাম মৃধা সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৪ ড্রেজার শ্রমিককে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। রোববার বিকালে মেঘনা নদী থেকে বালু উত্তোলনের সময় তাদের আটক করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিএম রুহুল আমিন রিমন এ আদালত পরিচালনা করেন।

সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিএম রুহল আমিন রিমনের বরাত দিয়ে প্রধান সহকারী আব্দুল খালেক জানান, মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের সময় কয়েকটি ড্রেজারের শ্রমিককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে আব্দুল রহমানকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১৪ দিন, সুজন তালুকদারকে ১৪দিন, মোঃ মুজিবুর রহমানকে ৫দিন ও মোঃ নাজির উদ্দিন সিকদার ১৪ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here