সৈয়দ আশরাফ গুরুত্বর অসুস্থ, কাউকে চিনতে পারছেন না

0
266

খবর৭১ঃ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ফুসফুসে ক্যান্সার আক্রান্ত হয়ে ভুগছেন। তার ফুসফুসের ক্যান্সার বর্তমানে চতুর্থ স্টেজে আছে। তিনি কাউকেই চিনতে পারছেন না। এ পরিস্থিতিতে তার পক্ষে রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা খুবই কম।

সৈয়দ আশরাফের ছোট ভাই অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ শাফায়াত ইসলাম এসব কথা জানিয়ে বলেন, ‘তিনি (সৈয়দ আশরাফ) গুরুতর অসুস্থ। আমরা এখন রাজনীতি নয়, তার চিকিৎসার দিকেই বেশি গুরুত্ব দিচ্ছি।’

রবিবার বিকেলে কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে জেলহত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা জানান।

তিনি বলেন, ‘তিন দিন আগে আমি ব্যাংকক থেকে এসেছি। তিনি আমাকে চিনতে পারছেন না, নিজের মেয়েকে পর্যন্ত চিনতে পারছেন না। কাউকেই চিনতে পারছেন না।’

জেলহত্যার দিনগুলোর স্মৃতিচারণ করে সৈয়দ শাফায়াত ইসলাম বলেন, ‘সৈয়দ আশরাফ একজনই। তিনি অপ্রতিদ্বন্দ্বী। যখন বাংলাদেশের ইতিহাস লিখা হবে, তখন তিনি বাবা সৈয়দ নজরুলকেও ছাড়িয়ে যাবেন। এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী লীগের দুঃসময়ে সৈয়দ আশরাফের ভূমিকা জাতি সবসময় মনে রাখবে।’

শাফায়াত ইসলাম আরও বলেন, ‘আমার ভাইকে নিয়ে নানা ধরনের অপপ্রচার ও স্বার্থসিদ্ধির চক্রান্ত হচ্ছে। তাকে নিয়ে অহেতুক গুজব ছড়াবেন না। সবার প্রতি এই অনুরোধ জানাই।’
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here