সৈয়দপুর রেলওয়ে স্টেশনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন ত্রাণ প্রতিমন্ত্রীর

0
433

মিজানুর রহমান মিলন সৈয়দপুর (নীলফামারী)ঃ
প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি ক্লিন বাংলাদেশ’ ঘোষণাকে সামনে রেখে সৈয়দপুর রেলওয়ে স্টেশনে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার এ অভিযানের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। এর আয়োজক ছিলো বাংলাদেশ স্কাউটস সৈয়দপুর রেলওয়ে জেলা ও সৈয়দপুর উপজেলা স্কাউটস।
এ উপলক্ষে সৈয়দপুর রেলওয়ে স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় স্কাউটস কমিশনার মো. শাহ কামাল। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান ঝাড়– নিয়ে রেলওয়ে স্টেশন চত্বর পরিষ্কার করে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। এর আগে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে চলছে, গ্রামকে শহরে পরিণত করার কাজ শুরু হয়েছে। তার ‘ক্লিন সিটি ক্লিন বাংলাদেশ’ শ্লোগানকে বাস্তব রূপ দিতে সৈয়দপুর স্কাউটসের উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি রাষ্ট্রযন্ত্র ও আওয়ামী লীগের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষকে সংগঠিত করে ক্লিন বাংলাদেশ গড়ে তোলা হবে। প্রতিমন্ত্রী স্কাউটসদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা জীবনে তিনি নিজেও স্কাউটসে জড়িত ছিলেন। স্কাউটসদের নেতৃত্বে দেশজুড়ে পরিচ্ছন্ন অভিযান সফলভাবে সম্পন্ন হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব এবং জাতীয় স্কাউটস কমিশনার (সমাজ উন্নয়ন) মো. শাহ কামাল। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক নাজিয়া শিরিন, সৈয়দপুর রেলওয়ে কারখানার ডিএস কুদরত-ই-খুদা, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, কারখানার ওয়ার্কস ম্যানেজার জহিরুল ইসলাম, নীলফামারী সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন বাদল প্রমুখ।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here