সৈয়দপুরে ৬৯ টি বিদ্যালয়ে ডিজিটাল শিক্ষা সামগ্রী বিতরণ

0
314

খবর ৭১ঃ নীলফামারীর সৈয়দপুরে ৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮৮ সেট সাউন্ড সিস্টেম বিতরণ করা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) দুুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরের পিইডিপি- ৪ প্রকল্পের আওতায় সরবরাহকৃত ওই সাউন্ড সিস্টেম বিতরণ করা হয়।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. গোলাম কিবরিয়া প্রধান অতিথি হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে ওই সাউন্ড সিস্টেমে তুলে দেন।
এ সময় সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো. শাহ্জাহান মন্ডল, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো.জাকির হোসেন সরকার, মোছা. মুসারাত জাহান, বানিয়াপাড়া আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপন কমিটির সভাপতি সাংবাদিক এম. ওমর ফারুক ও প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াছ, রাজ্জাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামসুল আলম, রামকৃষ্ণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ওবায়দুর রহমান চৌধুরী, নয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মির্জা জহুরা আক্তার, রহ্মতুল্ল্যাহ্ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. হাফিজা বেগম, সাংবাাদিকসহ অন্যান্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
উপজেলা শিক্ষা দফতর সূত্রে জানা গেছে, সৈয়দপুর উপজেলার ৫ টি ইউনিয়ন ও পৌর এলাকায় সর্বমোট ৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তন্মধ্যে ৬৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮৮ সেট সাউন্ড সিস্টেম বিতরণ করা হয়। এর আগে উপজেলা অবশিষ্ট বিদ্যালয়গুলোতে এর মাল্টিমিডিয়া প্রজেক্টরসহ সাউন্ড সিস্টেম বিতরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here