সৈয়দপুরে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন করোনা আক্রান্ত বিটুল

0
464
সৈয়দপুরে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন করোনা আক্রান্ত বিটুল

মিজানুর রহমান মিলন,সৈয়দপুর প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হাফিজুল হক বিটুল (৩৮) সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। আজ বুধবার দুপুরে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ২০দিন চিকিৎসা নেয়ার পর তাঁকে ফুলের তোড়া দিয়ে ছাড়পত্র দেন হাসপাতাল কর্তপক্ষ । হাসপাতালের ছাড়পত্র নিয়ে তিনি চলে আসেন উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খালিশা গ্রামের বক্শীপাড়ার বাড়িতে। সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল থেকে চিকিৎসা পরবর্তিকালে হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. শহীদুল্লাহ্ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার মো. আরিফুল হক সোহেল খাতামধুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জুয়েল চৌধুরী বিটুলের বড় ভাই লেলিন, হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও নার্সরা উপস্থিত ছিলেন। সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাশার করোনা ভাইরাস পজিটিভ হাফিজুল হক বিটুল সুস্থ হয়ে হাসপতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মো. ইসহাকের ছেলে হাফিজুল হক বিটুল (৩৮) নারায়ণগঞ্জের চাষাড়ায় সুগন্ধা প্লাস হোটেল এন্ড রেস্টুরেন্টের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি গত ৪ এপ্রিল নারায়নগঞ্জ থেকে শরীরে জ্বর নিয়ে খালিশা বেলপুকুর বকসিপাড়ার বাড়িতে আসেন। এরপর নারায়নগঞ্জ থেকে তাঁর বাড়িতে আসার বিষয়টি সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন এলাকাবাসী। পরে সৈয়দপুর উপজেলা প্রশাসন থেকে তাকে ১৪ দিনের হোম কোয়ারিন্টাইনে নেওয়া হয়। পরবর্তীতে গত ৭ এপ্রিল সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য বিভাগ তার শরীরের নমুনা সংগ্রহ করে নীলফামারী সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গত ৯ এপ্রিল রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর নমুনা পরীক্ষায় পজিটিভ রেজাল্ট আসেন। এ অবস্থায় ওই দিনই তাকে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে তাকে করোনা ভাইরাসের চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শরীর থেকে আরও দুই দফা নমুনা নিয়ে রংপুরে পাঠানো হয়। সেখানকার পরীক্ষায় নেগেটিভ পাওয়া যায়। এ অবস্থায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠায় হাফিজুল হক বিটুলকে আজ বুধবার হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়। তবে ছাড়পত্র দেওয়ার আগেও তাঁর শরীর থেকে আরেক দফা নমুন সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুরে মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বিটুল বাড়ি ফেরায় তাঁর পরিবারের মাঝে অানন্দের বন্যা বয়ে যায়।
এলাকাবাসিও সুস্থ্য বিটুলকে দেখতে বাড়িতে ভীড় জমায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here