সৈয়দপুরে রোটারী ক্লাবের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

0
440

মিজানুর রহমান,মিলন সৈয়দপুর থেকেঃ

সৈয়দপুরে রোটারী ক্লাবের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার শহরের পৌরসভা সড়কস্থ রোটারী চক্ষু হাসপাতালে ওই ক্যাম্পের আয়োজন করা হয়।
সকালে ফ্রি মেডিক্যাল ক্যাম্প উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারী ক্লাব ইন্টারন্যাশনাল ডি-৩২৮১ এর ডেপুটি গভর্ণর চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন রোটারিয়ান অধ্যাপক ডা. আলহাজ্ব মো. শরীফুল আলম চৌধুরী পিএইচএফ। রোটারী ক্লাব অব সৈয়দপুরের প্রেসিডন্ট সমাজসেবক রোটারিয়ান মো. দেলোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য বলেন মেডিক্যাল ক্যাম্প আয়োজক কমিটির চেয়ারম্যান রোটারিয়ান মো. মাহফুজার রহমান রুবেল।
অনুষ্ঠানে সৈয়দপুরের পপুলার ল্যাব অ্যান্ড মিশন জেনালের হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. দেলোয়ার হোসেন, আমন্ত্রিত অতিথি, সুধীজনসহ রোটারী ক্লাব অব সৈয়দপুর এর সদস্যরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পে আড়াই শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেয়া হয়। এছাড়া ওইসব রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরন করা হয়। ক্যাম্পে চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন অধ্যাপক ডা. আলহাজ্ব মো. শরীফুল আলম চৌধুরী পিএইচএফ এর নেতৃত্বে ডা. নাজমুল হক, ডা. রায়হান তারেক, ডা. রাইসুল কবীর (আসাদ), ডা. নাজমুস্ সাকির (নয়ন) ডা. রাবেয়া আমীর (ভ্রমর), ডা. মো. আশিকুর রহমান (অপু) সহ ১০ জন চিকিৎসক ফ্রি মেডিক্যাল আসা রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here