সৈয়দপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ দরিদ্র কৃষকদের মধ্যে বিনামূল্যে গো-খাদ্য বিতরণ

0
207

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ দরিদ্র কৃষকদের মধ্যে বিনামূল্যে গো-খাদ্য বিতরণ করা হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহায়তায় প্রাণি সম্পদ অধিদফতের আয়োজনে ওই গো -খাদ্য বিতরণ করা হয়। এ উপলক্ষে গতকাল (বৃহস্পতিবার) সকালে
সৈয়দপুর উপজেলা প্রাণি সম্পদ কার্যালয় চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নীলফামারী জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. আব্দুল কাদের।
এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. এনামুল হক।
অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ ১২০জন দরিদ্র কৃষকের মধ্যে গো-খাদ্য ও কৃমিনাশক ট্যাবলেট বিতরণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৭৫ কেজি গো-খাদ্য ও ১২টি করে কৃমি নাশক ট্যাবলেট।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here