সৈয়দপুরে পাঁচটি দোকানঘর পুড়ে ছাই

0
432

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে আগুনে পাঁচটি দোকানঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। শহরের উপকন্ঠে বাস টার্মিনাল সংলগ্ন নিয়ামতপুর আদানীমোড়ে গত সোমবার সন্ধ্যায় ওই আগুনের ঘটনাটি ঘটেছে। আগুনে দোকানের নগদ অর্থসহ প্রায় ৬/৭ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা দাবি করেছেন।
জানা গেছে, ঘটনার দিন গত সোমবার সন্ধ্যায় নিয়ামতপুর আদানীমোড়ের অনিক সু স্টোরের মালিক মিজানুর রহমানের একটি গুদাম ঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। আর মুর্হুতের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের মানিকের ইলেকট্রনিক দোকান, লাজুর গো খাদ্যের দোকান, আরমানের হার্ডওয়্যারের দোকান ও সুমনের মোবাইল সার্ভিসিংয়ের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় দমকলবাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তাঁর আগেই উল্লিখিত দোকানগুলোর নগদ টাকা ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুনের সঠিক কারণ জানা যায়নি। তবে বৈদ্যূতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। আগুনে দোকানগুলোর ৬/৭ লাখ টাকার মালামাল ভস্মিভূত হয় বলে প্রাথমিক ভাবে অনুমান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here