সৈয়দপুরে তিন দিনব্যাপী ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিতকরণ কোর্স শুরু

0
283

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর (নীলফামারী) থেকে : জনপ্রতিনিধিদের আরও সচেতন করে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে অভিজ্ঞতা বাড়াতে চেয়ারম্যান ও সদস্যদের ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিতকরণ কোর্স শুরু হয়েছে।
আজ মঙ্গলবার সকালে সৈয়দপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে তিন দিনব্যাপী ওই কোর্স শুরু হয়। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট’র (এনআইএলজি) আয়োজনে এটি বাস্তবায়ন করছে সৈয়দপুর উপজেলা প্রশাসন। কোর্সের উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন। সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা. মো. বজলুর রশীদের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্দেশ্য নিয়ে বক্তব্য বলেন, নীলফামারী স্থানীয় সরকারের উপ-পরিচালক আব্দুল মোতালেব সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান মন্ডল। অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন, ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক চৌধুরী, জুয়েল চৌধুরী, প্রনোবেশ চন্দ্র বাগচি ওরফে দুলার বাবু, রেজাউল করিম লোকমান ও আল হেলাল চৌধুরী। প্রশিক্ষণে কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করছেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. মশিউর রহমান। তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সে গ্রাম আদারত, শিক্ষা সামাজিকসহ বিভিন্ন বিষয়ে সেশন পরিচালনা করা হচ্ছে।
এতে উপজেলার ৫টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্যসহ ৬৫ জন অংশ নিচ্ছেন। প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে কোর্স পরিচালনা করছেন। তিন দিনব্যাপী কোর্স বৃহস্পতিবার শেষ হবে।

খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here