সৈয়দপুরে কদমতলীবাজারে চারটি দোকানে দূর্ধর্ষ চুরি সংঘটিত

0
355

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুর শহরের উপকন্ঠে বাঙ্গালীপুর ইউনিয়নের কদমতলীবাজারের চারটি দোকানে দূর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে ওই চুরি ঘটনাটি ঘটেছে। চোরেররা দোকানের সার্টার ও সার্টারের তালা ভেঙ্গে ভেতরের ঢুকে দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে বলে দোকান মালিকদের দাবি।
বাজারের চুরি যাওয়া হাফিজ রেশন স্টোরের স্বত্তাধিকারী মো. হাফিজ উদ্দিন জানান, প্রতিদিনের মতো ঘটনার দিন গত মঙ্গলবার রাতেও তিনিসহ বাজারের অন্যান্য দোকান মালিকরা নিজ নিজ দোকান পাট বন্ধ করে বাড়িতে চলে যান। গভীর রাতে চোরের দল তাঁর মালিকাধীন হাফিজ রেশন স্টোর, পাশের সুমন রেশন স্টোর, জব্বার সাইকেল স্টোর ও খায়রুল ভ্যারাইটিস্ স্টোরের সার্টার ও সার্টারের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এরপর চোরেরা উল্লিখিত দোকানগুলোর বিভিন্ন মালামাল ছাড়াও নগদ অর্থ চুরি করে নিয়ে যায়। সকালে দোকান মালিকরা দোকান খুলতে এসে দেখেন দোকানের সার্টার ও সার্টারের তাল ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। পরে বাজারের দোকান মালিকরা ভেতরে ঢুকে চুরির বিষয়টি নিশ্চিত হয়।
চুরি যাওয়া দোকান মালিকরা জানান, বাজারের চারটি দোকান থেকে নগদ অর্থসহ দুই লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরের দল।
এ চুরির ঘটনায় এ রিপোর্ট পাঠানো পর্যন্ত সৈয়দপুর থানায় কোন মামলা হয়নি। তবে হাফিজ রেশন স্টোরের মালিকের ছেলে গোলাম রব্বানী জানান, দোকান চুরির বিষয়ে তারা থানায় মামলার দায়ের করবেন।
সৈয়দপুর পাবর্তীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে জনবহুল বাজারে এ ধরনের চুরির ঘটনায় দোকান মালিকরা আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছেন। তারা রাতে বেলা সৈয়দপুর থানা পুলিশের টহল বাড়ানো দাবি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here