সৈয়দপুরে উন্নয়ন মেলা উপলক্ষে সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের মত বিনিময়

0
316

মিজানুর রহমান মিলন সৈয়দপুর নীলফামারী প্রতিনিধি:
৪-৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা। সৈয়দপুেরও মেলার আয়োজন করা হয়েছে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ অক্টোবর সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে এ মেলার উদ্বোধন করবেন। এ উপলক্ষে সৈয়দপুরেও মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এজন্য মেলার আয়োজন সম্পর্কে বিস্তারিত তথ্য জানান দিতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে সৈয়দপুর উপজেলা প্রশাসন। গতকাল সোমবার দুপুরে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন। সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) পরিমল কুমার সরকার। মত বিনিময সভায় জানানো হয় তিন দিনব্যাপী মেলার যাবতীয় কর্মসূচি। এসবের মধ্যে রয়েছে এতে মেলার উদ্বোধনী র‌্যালী, প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, বর্তমানে সরকারের আমলে যাবতীয় উন্নয়ন কর্মকান্ড নিয়ে তথ্য চিত্র প্রদর্শনী, আলোচনা সভা ইত্যাদি। মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পরিমল কুমার সরকার জানান উন্নয়ন মেলায় সরকারি সরকারি সকল দপ্তরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৪০ টি স্টল স্থান পাবে। এছাড়া থাকবে ফুড কর্ণার। মতবিনিময় কালে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. জাকির হোসেন সরকারসহ, সৈয়দপুরে কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভার প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন সরকারের বিভিন্ন উন্নয়নের সার্বিক চিত্র নিজ নিজ পত্রিকায় তুলে ধরতে গণমাধ্যম কর্মীদের আহ্বান জানিয়ে মেলার সফলতা কামনা করে সহযোগিতা চান।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here