সৈয়দপুরে অসহায়দের মাঝে বিতরণের জন্য উপজেলার ত্রাণ শাখায় চার শ’ প্যাকেট বিস্কুট দিলেন হাজী আওরঙ্গজেব

0
748
সৈয়দপুরে বিভিন্ন মামলার আসামি কুখ্যাত মনোয়ার গ্রেফতার

খবর৭১ঃ

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকেঃ সরকারি নির্দেশনা মেনে করোনাভাইরাস প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষজনের সহযোগিতায় এগিয়ে এলেন সৈয়দপুরের প্রসিদ্ধ গাউসিয়া কনফেকশনারীর মালিক হাজী মো. আওরঙ্গজেব। গতকাল বুধবার তার বেকারীর উৎপাদিত ৫০০ গ্রাম পরিমাণের ৪০০ প্যাকেট প্লেন টোস্ট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু হাসনাত সরকারের কাছে হস্তান্তর করেন।

এ সময় তার সাথে ছিলেন ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বু ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরের অন্যান্যরা। এ ব্যাপারে গাউসিয়া কনফেকশনারীর মালিক হাজী আওরঙ্গজেবের সাথে কথা হলে তিনি বলেন, নিজের দায়িত্ববোধ থেকে অসহায় মানুষজনের সহযোগিতায় এগিয়ে এসেছেন। আর এজন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের ত্রাণ শাখায় সামান্য বিস্কুট দিয়েছেন।

তিনি করোনাভাইরাস পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সাধ্যমত সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু হাসনাত সরকারের সাথে কথা হলে তিনি গাউসিয়া কনফেকশনারীর দেয়া বিস্কুট প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here