সৈয়দপুরে যুবদের মাঝে খামার সম্প্রসারণে যুব উন্নয়ন অধিদপ্তরের ঋণের চেক বিতরণ

0
538
সৈয়দপুরে যুবদের মাঝে খামার সম্প্রসারণে যুব উন্নয়ন অধিদপ্তরের ঋণের চেক বিতরণ
প্রশিক্ষিত যুবদের হাতে ঋনের চেক তুলে দিচ্ছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম। ছবিঃ মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকে।

খবর৭১ঃ

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকেঃ জাতীয় শোক দিবস উপলক্ষে সৈয়দপুর উপজেলা যুব উন্নয়ন অধিদফতরের উদ্যোগে প্রশিক্ষিত যুবদের মাঝে খামার সম্প্রসারণের,জন্য ঋণের চেক বিতরণ করা হয়েছে। সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় ওই ঋণের চেক বিতরণ করা হয়। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন প্রশিক্ষিত যুবকের হাতে ঋণের চেক তুলে দেন।এতে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসন ও নারী ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম গোলাম কিবরিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো.আখতার হোসেন বাদল, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক, উপজেলা সহকারি যুব উন্নয়ন অফিসার মো. শহিদুল ইসলামসহ উপজেলা যুব উন্নয়ন অধিদফতরের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রশিক্ষিত যেসব যুবদের খামার সম্প্রসারণে যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে তারা হলো বাঙ্গালীপুর ইউনিয়নে লক্ষণপুর চড়কপাড়ার মো. শামসুজ্জামান শাহিন বোতলাগাড়ী ইউনিয়নের সোনাখুলীর কামরুজ্জামান এবং মো. হাসমত। এদের মধ্যে শাহিনকে ১ লাখ, কামরুজ্জামানকে ৬০ হাজার,ও হাসমতকে ৪০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here