সেনা মোতায়েনে দূর হবে আস্থার সংকট: মাহবুব তালুকদার

0
337

খবর ৭১: ৩০ ডিসেম্বরের ভোটকে সামনে রেখে সোমবার সেনা মোতায়েনে আস্থার সব সংকট দূর হবে বলে মনে করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। বলেছেন, এবার

দেশে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে।

রবিবার সকালে সিলেটে বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন আলোচিত এই নির্বাচন কমিশনার।

মাহবুব তালুকদার বলেন, ‘সেনাবাহিনী মোতায়েন জনগণের প্রত্যাশার প্রতিফলন। সেনাবাহিনী আমাদের আস্থা ও বিশ্বাসের পরম শক্তি। নির্বাচন নিয়ে মানুষের যে আস্থার সংকট ছিল,এবার সেনাবাহিনী মোতায়েনে সে সংকট দূর হবে।’

ভোটাররা ভোট দিয়ে যেন বাড়ি ফিরতে পারে তা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দেন মাহবুব। বলেন, নির্বাচন আর সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না। আর শান্তিপূর্ণ অবস্থা নিশ্চিত করতে হলে প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে।’

‘কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রাখতে হবে। নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে কেউ যাতে আঙুল তুলতে না পারে সে বিষয়ে সবাইকে নজর রাখতে হবে।’

‘সকল প্রার্থী আমাদের কাছে সমান। আপনারা সবাই নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করবেন।…ভোটার যেন ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারেন, তা নিশ্চিত করতে হবে।’

গত ১০ ডিসেম্বর প্রচার শুরু হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন নির্বাচনী এলাকায় নানা সহিংসতার ঘটনা ঘটছে। আক্রান্ত হয়েছেন একাধিক প্রার্থী যাদের সিংহভাগই বিএনপি এবং তার জোটের নেতা। আবার ফরিদপুরে এক আওয়ামী লীগ নেতা, নোয়াখালীতে যুবলীগ নেতা এবং পাবনায় এক স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন হয়েছেন।

বিএনপি অভিযোগ করে আসছে তারা নির্বাচনে সমান সুযোগ পাচ্ছে না। আর নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারও সম্প্রতি বলেছেন, লেভেল প্লেয়িং ফিল্ড নেই। যদিও প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা একে অসত্য বক্তব্য দিয়েছেন। আর এর প্রতিক্রিয়ায় মাহবুব তালুকদার বলেছেন, সিইসি একজন নির্বাচন কমিশনারে অস্তিত্বে আঘাত হেনেছেন।

সিলেটে মাহবুব তালুকদার বলেন, ‘পেশীশক্তি এবং কালোটাকার জোরে কেউ যেন নির্বাচনে জয়ী হতে না পারে বিষয়ে সতর্ক থাকতে হবে।’

সিলেটের বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান ও  সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ  জেলার রিটার্নিং কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here