সেনাবাহিনীকে ‌‘স্বাধীনভাবে’ কাজ করতে দেয়া হচ্ছে না: রিজভী

0
245

খবর৭১ঃ
সেনাবাহিনীকে মাঠে নামানো হলেও তাদের স্বাধীনভাবে কাজ করতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে শুক্রবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভীবলেন, সব বাধা পেরিয়ে দেশের মানুষ রোববার বিএনপির ধানের শীষের পক্ষে ‘ভোট বিপ্লব’ করবে।

বিএনপি নেতা বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের ক্যাডাররা গতকাল দেশের বিভিন্ন স্থানে ধানের শীষের প্রার্থীদের মিছিলে বাধা দিয়েছে। বিএনপির নির্বাচনী এজেন্ট, কর্মী ও সমর্থকদের এলাকাছাড়া করা হচ্ছে। আওয়ামী সন্ত্রাসীরা গ্রামে-গ্রামে সশস্ত্র মহড়া দিচ্ছে। সর্বত্র এক ভীতিকর অবস্থা বিদ্যমান।’

রিজভী বলেন, ‘সেনাবাহিনীকে মাঠে নামিয়ে হাত-পা বেঁধে রেখেছেন প্রধান নির্বাচন কমিশনার। তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। সবই হচ্ছে প্রধানমন্ত্রীর ইশারায় এবং প্রধান নির্বাচন কমিশনারের তত্ত্বাবধানে।’

উল্লেখ্য, সেনাবাহিনীকে নির্বাচনী মাঠে বিচারিক ক্ষমতা দেয়ার দাবি জানিয়েছিল বিএনপি। কিন্তু আইনে সেই সুযোগ নেই বলে জানায় নির্বাচন কমিশন।

ক্ষমতাসনী দল আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার তিনি বলেন, ‘এসব ঘটনা কারা ঘটিয়েছে তা আপনার কাছ থেকে জাতি জানতে চায়। জেলায় জেলায় বেপরোয়া গ্রেপ্তার অভিযানে বিএনপির নেতা-কর্মীদের বাড়িছাড়া করা হচ্ছে। আপনি বলছেন বিএনপি নাশকতা করছে। নাশকতাকারীদের ট্রেনিং সেন্টার তো আওয়ামী লীগেই বিদ্যমান।’
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here