সেই ৩৫ জনের অন্ধকার ঘরে আলো জ্বালাতে ২ দিন সময় দিয়েছে শ্রীপুর থানা পুলিশ

0
234

শেখ ছফির আহাম্মেদ সাগর ,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
আরও ২ বছর আগে বিদ্যুৎ দেয়ার কথা বলে অবৈধভাবে সাড়ে তিন লাখ টাকা হাতিয়ে নেয় গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের মৃত আহাম্মদ আলীর পুত্র এরশাদুল ইসলাম (৩৫) । ১ বছরের সময় নিয়ে ২ বছরেও বিদ্যুৎ দিতে পারেনি সে! এ ব্যাপারে টেপিরবাড়ি গ্রামের উত্তর খন্ডের বিদ্যুৎ সংযোগ প্রার্থী মতিউর রহমান গত (১৬ নভেম্বর শুক্রবার) শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন।
অভিযোগ তদন্তের দায়ভার প্রথমে উপপরিদর্শক (এসআই) হারুন উর-রশীদ কে দেয়া হলেও পরবর্তীতে সেই দায়ীত্ব দেয়া হয় এসআই আব্দুর রহমান কে।

অভিযোগের ৪র্থ দিন তদন্ত করেন শ্রীপুর থানা পুলিশ উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান।

তদন্ত শেষে তিঁনি ‘দৈনিক খবর ৭১ ডট কম’ কে জানান, আমি বিদ্যুৎ সংযোগ প্রার্থীদের সাথে কথা বলেছি। অভিযোগের শতভাগ সত্যতা পাওয়া গেছে। আরও ২ বছর আগে ৩৫ জন সহজ সরল মানুষের থেকে বিদ্যুৎ দেয়ার কথা বলে এরশাদুল ইসলাম সাড়ে লাখ টাকা হাতিয়ে নেয়। আমি এরশাদুল ইসলামের বাড়িতে গিয়ে তাকে পাইনি! তার সাথে মুঠোফোনে কথা হয়েছে। সে ২ দিনের সময় নিয়েছে। গ্রাহকদের সাথে কথা বলে তাকে ২ দিনের সময় দিয়েছি। ২ দিনের মধ্যে বিদ্যুৎ সংযোগ না দিতে পারলে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here