সেই ফায়ারম্যান রানাকে বাঁচাতে রক্ত দিচ্ছেন সহকর্মীরা

0
291

খবর ৭১ঃ বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার কাজে অংশ নিয়ে গুরুতর আহত হন ফায়ার সার্ভিসের কর্মী ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান সোহেল রানা। বর্তমানে তাকে সিএমএইচের আইসিইউতে ভেন্টিলেশনে রাখা হয়েছে। প্রতিদিন তার শরীরে চার থেকে পাঁচ ব্যাগ রক্ত দেওয়া হচ্ছে। একাজে এগিয়ে এসেছেন রানার সহকর্মীরা। তাকে বাঁচাতে সিরিয়াল করে নিজেদের রক্ত দিয়ে আসছেন তারা। তবে আরও রক্তের প্রয়োজন হলে দেশবাসীর সহায়তা চেয়েছেন কুর্মিটোলার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার বজলুর রশীদ। এইসঙ্গে রানার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন তিনি।

আহত সোহেল রানার সর্বশেষ অবস্থা জানতে যোগাযোগ করা হলে সোমবার (১ জুলাই) বজলুর রশীদ বলেন, ‘আমি এখন সিএমএইচে রয়েছি। সোহেল রানার এক মামাকে নিয়ে এসেছি। চিকিৎসক দুপুরে সোহেল রানার স্বাস্থ্যের অগ্রগতির সর্বশেষ অবস্থা আমাকে জানাবে।’

চিকিৎসকদের দেওয়া তথ্যের বরাত দিয়ে এই কর্মকর্তা বলেন, ‘অপারেশনের পর থেকে এ পর্যন্ত সোহেল রানাকে অন্তত ১৮ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। প্রতিদিন চার থেকে পাঁচ ব্যাগ করে রক্তের প্রয়োজন। রানার রক্তের গ্রুপ ‘বি পজিটিভি’। আমাদের সদর দফতর ও স্টেশনের সহকর্মীদের যাদের সঙ্গে রক্তের গ্রুপ মিলছে, এখন পর্যন্ত তারাই তাকে রক্ত দিয়ে আসছি। প্রতিদিন আমরা চার-পাঁচজনকে স্ট্যান্ডবাই রাখছি। যদি আরও রক্তের প্রয়োজন হয়, তাহলে আমরা সাধারণ মানুষের সহযোগিতা চাইবো। দেশবাসীর কাছে আমি তার জন্য দোয়া চাচ্ছি। সে অন্যের জীবন বাঁচাতে গিয়ে নিজেই এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here