সুবর্ণচরের সেই রুহুল আমিনের আইনজীবীর বিরুদ্ধে ‘প্রতারণার’ অভিযোগ

0
385

খবর৭১ঃ নোয়াখালীতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন এক গৃহবধূকে ধর্ষণের মামলার মূল আসামি রুহুল আমিনকে ‘প্রতারণার মাধ্যমে’ জামিন নিয়ে দেয়া আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

এ বিষয়ে আগামী বুধবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি এমএম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হবে।

সোমবার রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতে মৌখিক আবেদন করেন। এর পর আদালত রুহুল আমিনের আইনজীবীকে হাজির হতে বললে এ সময় আইনজীবীর জুনিয়র আদালতকে জানান, আইনজীবী আশেক-ই রসুল দেশের বাইরে আছেন।

এর পর আদালত শুনানির জন্য ২৭ মার্চ দিন ধার্য করেন। এর আগে গত ২৩ মার্চ শনিবার ছুটির দিন বিশেষ আদালত বসিয়ে আসামি রুহুল আমিনের জামিন বাতিল করেন হাইকোর্ট।

গত ১৮ মার্চ রুহুল আমিনের এক বছরের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিলেন হাইকোর্ট।

মামলা সূত্রে জানা যায়, গত ৩০ ডিসেম্বর ভোটের রাতে রুহুল আমিনের নির্দেশে তার অনুসারীরা এক নারীকে গণধর্ষণ করেন।

এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে থানায় মামলা করেন।

পরে পুলিশ রুহুল আমিনকে গ্রেফতার করে। উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য রুহুল আমিনকে পরে দল থেকে বহিষ্কার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here