সুন্দরগঞ্জ থেকে জঙ্গী তৎপরতা মাথা চাড়া দিয়ে উঠে

0
348

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন- স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবিরের তান্ডবে এখানে ৪ জন পুলিশ নিহত হয়েছে। যারা এখানকার মানুষকে নিরাপত্তা দিতে এসেছিল। তারাই নিহত হলো। স্বাধীনতা বিরোধী জঙ্গীদের কঠোর হস্তে দমন করতে হবে। আগের চেয়ে এখন পুলিশের অনেক ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। আপনাদেরকে সঙ্গে নিয়ে সেই জঙ্গী তৎপরতাকে দমন করতে কঠোর অবস্থান ব্যক্ত করছি। বার বার এই সুন্দরগঞ্জ থেকে জঙ্গী তৎপরতা মাথা চাড়া দিয়ে উঠে। তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। যাঁরা দেশকে ভালবাসেন, তাঁদেরকেই মাথা উঁচু করে দাড়াতে হবে। ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারী মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি সন্ত্রাসী তান্ডব চালিয়ে ৪ জন পুলিশ সদস্যসহ ১২ জনকে নৃশংসভাবে হত্যা করেছে। তাদেরকে সর্বোচ্চ শাস্তি পেতে পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ নেয়া হয়েছে। সোমবার (১ অক্টোবর) সন্ধ্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে নিহত ৪ পুলিশ সদস্য স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে এসব কথা বলেন তিনি। এসময় তাঁর সঙ্গে ছিলেন- রংপুর রেঞ্জের ডিআইজপি- দেবদাস ভট্টাচার্য, পুলিশ কমিশনার- আব্দুল আলীম মাহমুদ, গাইবান্ধা পুলিশ সুপার- প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, উপজেলা নির্বাহী অফিসার- এসএম গোলাম কিবরিয়া, র‍্যাব-১৩’র সিও- মোজাম্মেল হকসহ রংপুর রেঞ্জের ৮ জেলার পুলিশ সুপার, থানা অফিসার ইনচার্জ- এসএম আব্দুস সোবহানসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ। উল্লেখ্য,২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাব্যুনাল কর্তৃক সংশ্লিষ্ট অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা দেলওয়ার হুসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ৪ পুলিশ সদস্যকে হত্যা করে জামায়াত-শিবির। তাঁরা হলেন- রংপুরের পীরগাছা উপজেলার রহমতেরচর গ্রামের তোজাম্মেল হক, কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কিশামত গোবধা গ্রামের হযরত আলী, বগুড়ার সোনাতলা উপজেলার ঠাকুরপাড়া গ্রামের বাবলু মিয়া ও গাইবান্ধার সাঘাটা উপজেলার খামার ধনারুহা গ্রামের নাজিম উদ্দিন। এ ঘটনায় বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন উপ-পরির্দশক (এসআই-) আবু হানিফ ৮৯ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত আরও ২ হাজার ৫’শ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। এরপর মামলাটির তদন্ত শেষে ২০১৪ সালের ২২ সেপ্টেম্বর ২’শ ৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন থানার তৎকালীন নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত)- আবু হায়দার মো. আরিফ। এর আগে নব নির্মিত গাইবান্ধার পলাশবাড়ী থানা ভবন উদ্বোধন করেন আইজিপি।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here