সুন্দরগঞ্জে স্কালেটর চাপায় পুকুর মালিক নিহত:গ্রেপ্তার-১

0
277

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে স্কালেটর নামে মাটিকাটা যান্ত্র (ভেকু) চাপায় আব্দুর রহিম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ আলী ওরফে মোহাম্মদ কেলে নামে অবৈধ বালু ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ্দ করেন এলাকাবাসী।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সন্ধ্যায় উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামাল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম ঐ গ্রামের আলহাজ্ব মৃত আব্দুর রাজ্জাক ইয়াজু খালাসীর পুত্র। আর আটক মহাম্মদ আলী কেলে একই ইউনিয়নের মনিরামকাজী গ্রামের মৃত আব্দুল মান্নানের পুত্র। ঘটনার সময় বালু ব্যবসায়ী মহাম্মদ আলী কেলে, পুকুর মালিক আব্দুর রহিম মিয়া ও স্কালেটর (ভেকু) চালক জাকির হোসেনের মাঝে ত্রি-মূখী বাক- বিতন্ডার একপর্যায়ে স্কালেটর দিয়ে চাপা দিলে পুকুর মালিক আব্দুর রহিম গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর জনতা অবৈধ বালু ব্যবসায়ী মহাম্মদ আলী কেলেকে আটক করে পুলিশে সোপর্দ্দ করেন । এসময় স্কালেটর মালিক জাকির হোসেন পালিয়ে যায়। বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ- পুলিশ পরিদর্শক তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। থানা অফিসার ইনচার্জ- এসএম আব্দুস সোবহান জানান, এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলী কেলেকে আদালতে পাঠানো হয়েছে। ঘাতক স্কালেটরটি থানায় আনা হয়েছে।
খবর ৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here