সুন্দরগঞ্জে সুষ্ঠু নির্বাচনের দাবী

0
543

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনের পরিবেশ সুষ্ঠু দাবী করে সংশয় প্রকাশ করেছেন জাপা মনোনীত ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
রবিবার বিকালে উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে সংবাদকর্মীদের সঙ্গে ব্রিফিংকালে তিনি এ দাবী জানান। এসময় তিনি বলেন- আসন্ন ১৩ মার্চ অনুষ্ঠিতব্য এ উপ- নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রাথী পরাজিত হলেও দল জিতবে। কারণ, কোন তত্ত¡বধায়কের এ নির্বাচন নয়। বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে এ নির্বাচন। এতে সরকার পরিবর্তন হবে না। সুতরাং, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ প্রয়োজন। তিনি বলেন- আমাদের অফিস ভেঙ্গে দেয়া হয়েছে, ধাওয়া করা হয়েছে, জন সভায় চেয়ার টেবিল ভেঙ্গে দেয়া হয়েছে। প্রশাসনের নিকট হস্তক্ষেপ কামনা করেও সঠিক কোন পদক্ষেপ নেয়া হয়নি। এছাড়া, আ’লীগ মনোনীত প্রার্থীর পক্ষে আচরণ বিধি লঙ্ঘন করে চললেও তেমন কোন পদক্ষেপ নেয়া হয়নি। গত বছরের ২২ মার্চ অনুষ্ঠিত উপ-নির্বাচনে জাপার দ্বিধা বিভক্তি ছিল বিজয়ের বড় বাঁধা। এবারে সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হলে বিজয় নিশ্চিত- ইনশাল্লাহ। এ জন্য তিনি সংবাদ গণমাধ্যম তথা গণমাধ্যম কর্মীদের নিকট অনুসন্ধানী, পরিদর্শন মুলক রিপোর্ট লেখার জন্য সহযোগিতা কামনা করেন। উপ-নির্বাচনে সরকার দলীয় প্রার্থী আফরুজা বারীর নেতাকর্মীরা ভোট কেন্দ্রগুলোতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিনষ্ট করতে পারে বলে শঙ্কা প্রকাশ করে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here