সুন্দরগঞ্জে রাষ্ট্রীয় শোক পালন

0
223

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
মহামান্য রাষ্ট্রীপতির আদেশক্রমে সারাদেশের ন্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় পতাকা অর্ধনমিত রেখে রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে।
রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিদূর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা ও আহতদের সঙ্গে সহমর্মিতাসহ নিহত ও আহতদের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে সোমবার উপজেলার সকল সরকারী, আধাসরকারী, স্বায়ত্বশাসিত ও বেসরকারী অফিস, প্রতিষ্ঠান বা ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এর আগে মহামান্য রাস্ট্রপতির আদেশক্রমে প্রাপ্ত বার্তার প্রেক্ষিতে রোববার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার রাষ্ট্রীয় শোক পালনে সংশিষ্টগণকে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার আহ্বান জানান। উপজেলা নির্বাহী অফিসার সোলেমন আলী বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ উপজেলাবাসীর পক্ষ থেকে রাজধানীর চকবাজারে অগ্নিকান্ডে নিহতদের আত্মার মাগফেরাত জানিয়ে ক্ষতিগ্রস্তদের সার্বিক মঙ্গল কামনা করেন।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here