সুন্দরগঞ্জে ‘রক্তে রাঙ্গানো বিজয়’র উম্মোচন

0
296
আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
 গাইবান্ধার সুন্দরগঞ্জে রক্তে রাঙ্গানো বিজয়’র উম্মোচন করা হয়েছে।
  এ উপলক্ষ্যে শনিবার বিকালে একটি র‍্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বঙ্গবন্ধু চত্বরে প্রধান শিক্ষক (অব:) আব্দুস সামাদ মিঞার সভাপতিত্বে আলোচনা সভানুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- উপাধক্ষ নাসরীন সুলতানা, ডাক্তার বিশ্বজিৎ বর্মণ, বীরেন সরকার মিন্টু, নাজমুস সাকিব, লিপন দাদা, সুদীপ্ত শামীম, কুশল রায়, আল- আমিন ইসলাম, সরকার হোজায়ফা হাবিব, ফাইয়াজ ইসলাম ফাহিম প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, কঙ্কন সরকার।
 উল্লেখ্য, মহান বিজয় দিবস উপলক্ষ্যে সু-প্রকাশ সাহিত্য সংসদ (সুসাস)’র উদ্যোগে উপজেলার লেখকদের লেখায় দেয়ালিকা ‘রক্তে রাঙ্গানো বিজয়’র উম্মোচন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here