সুন্দরগঞ্জে মৃত্যু সংবাদ ছড়িয়ে ব্যাপক লুটপাট

0
388

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে রাস্তা কাঁটা নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তি চিকিৎসাধীনাবস্থায় মারা যাবার সংবাদ ছড়িয়ে বড়িঘরে ব্যাপক ভাংচুরসহ লুটপাটের ঘটনা ঘটেছে।বিভিন্ন সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ি গ্রামের ভুইয়াঁ পাড়ারস্থ যাতায়াতের রাস্তা কেঁটে পানি নিঃস্কাশনের কালভার্ট নির্মাণের ঘটনায় ২ পক্ষের সংঘর্ষ বাঁধে।এতে উভয় পক্ষের লুৎফর রহমান ভুইয়াঁর পুত্র বকুল মিয়া ও আলহাজ্ব খাদেম হোসেনের পুত্র সাইদুর রহমান আহত হন। তাদের মধ্যে বকুল মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাসাধীন অবস্থায় সে শনিবার সকালে মারা গেছে এমন সংবাদ ছড়িয়ে সাইদুর গংদের বসতবাড়ির ব্যাপক ভাংচুরসহ লুটপাটের ঘটানা ঘটে। এতে ২ কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে স্থানীয়রা ধারণা করে জানান। এব্যাপরে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ, পুলিশ পরিদর্শক- এনায়েত কবীর নিশ্চয়তা দিয়ে বলেন, বকুল মিয়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। অথচ, তার মৃত্যুর গুজব ছড়িয়ে প্রতিপক্ষের বাড়িঘরের ভাংচুরসহ লুটপাটের ব্যাপারটা দুঃখজনক। ছুটিতে থাকায় ঘটনাস্থলে না গেলেও সেখানে ফোর্স পাঠানো হয়েছে। থানা অফিসার ইনচার্জ- মুহাম্মদ আতিয়ার রহমান ঘটনাস্থল পরিদর্শনে থেকে বলেন- আহত বকুল মিয়া মারা যায়নি। সে চিকিৎসাধীন আছে। এটা একটা গুজব ছড়িয়ে অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে কিছু অসাধু লোকজন।
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here