সুন্দরগঞ্জে মাদ্রাসা অধ্যক্ষ’র ব্যাপক জালিয়াতি

0
210

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইাবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধুমাইটারী সিদ্দিকীয়া দ্বি-মুখী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ এজেএম দেলোওয়ার হোসাইনের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতি, স্বেচ্ছাচারীতাসহ জালিয়াতির অভিযোগ রয়েছে।
জানা যায়, কর্তৃপক্ষের আদেশ আমান্য করে প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্প, নিয়োগ সংক্রান্তসহ বিভিন্ন বিষয়ে হাতানো লাখ লাখ টাকা আত্মসাৎ, ব্যাপক অনিয়ম-দুর্নীতি ও কর্তৃপক্ষের আদেশ অমান্য করেছেন। ফলে গভর্নিং বডির সিদ্ধান্ত মোতাবেক অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর ধূর্ত অধ্যক্ষ গভর্নিং বডির সভাপতিসহ অন্যান্য সদস্যগণের ভুয়া স্বাক্ষর জাল করে রেজুলেশন দেখিয়ে নিজের সাময়িক বরখাস্ত প্রত্যাহারের অপচেষ্টা চালান। তা জানতে পেয়ে চলতি বছরের ১ লা জানুয়ারী গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ’র বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেছেন সভাপতি সাইফুল ইসলাম প্রিন্স। একই সঙ্গে অধ্যাপক গোলাম আযমকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে গভর্নিং বডির অন্যান্য সদস্যগণ ও সভাপতি জানান, একাধিকবার নিয়োগপত্র প্রদানের মাধ্যমে চতুর্থ শ্রেণীর কর্মচারী (ঝুড়ুদার) পদে ফরিদ মিয়াসহ অন্যান্য ৫টি পদে নিয়োগের নামে হাতানো লাখ লাখ টাকা, সেকায়েপ ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রদেয় টাকা আত্মসাৎ, কর্তৃপক্ষের আদেশ অমান্য করাসহ ব্যাপক অনিয়ম দুর্নীতি ও জালিয়াতির দায়ে অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরপর বরখাস্তকৃত অধ্যক্ষ সভাপতিসহ সকল সদস্যগণের স্বাক্ষর জাল করে সভার কার্য-বিররণী দেখিয়ে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের অপচেষ্টা চালান। মর্মে গভর্নিং বডির পক্ষ থেকে বিভিন্ন দপ্তরে জালিয়াতির অভিযোগ করেছেন সভাপতি। এব্যাপারে মোবাইল ফোণে কথা হলে অধ্যক্ষ এজেএম দেলোওয়ার হোসাইন নিজেকে নির্দোষ দাবী করেন। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বাক্ষর জালিয়াতি করে রেজিলেশন দেখানো বিষয়টা নাড়াচাড়া না করলেই ভাল হয়।
খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here