সুন্দরগঞ্জে ব্যালট পেপারসহ ভোট কেন্দ্রগুলোতে পৌঁছেছে প্রশাসন

0
240

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা-১, (সুন্দরগঞ্জ) শূণ্য আসনে দ্বিতীয় দফা উপ-নির্বাচনে ভোট গ্রহণের জন্য ব্যালট পেপারসহ প্রয়োজনীয় উপকরণাদী নিয়ে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছেন প্রিজাইডিং অফিসারসহ দায়িত্ব প্রাপ্ত প্রশাসন।
বিভিন্ন সূত্রে জানা যায়, নির্বাচন কমিশনের ঘোষিত তফশীল মোতাবেক (১৩ মার্চ মঙ্গলবার) এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সুন্দরগঞ্জ পৌরসভাসহ ১৫ ইউনিয়নের ১শ’ ৯টি ভোট কেন্দ্রে ৩ লাখ ৩৮ হাজার ৫’শ ৫৬ জন ভোটারের মধ্যে পুরুষ ১ লাখ ৬৪ হাজার ৯’শ ৩৪ ও নারী ভোটারের সংখ্যা রয়েছে ১ লাখ ৭৩ হাজার ৬’শ ২২ জন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বে রয়েছেন-২২ জন এক্সিকিউটিভ ও ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ২৫ জন ম্যাজিস্ট্রেট। এছাড়া, ৭ প্লাটুন বিজিবি, ৪০ টীম র‌্যাব, ৪ স্তরে পুলিশ ১ হাজার ৮শ’ (প্রায়), ৩ স্তরে আনসার ও ভিডিপি রয়েছেন-১ হাজার ৬শ’৭৬ জন ভোট গ্রহণে নিয়োজিত রয়েছেন প্রয়োজনীয় সংখ্যক প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং, পোলিং, সহকারী পোলিং অফিসার। এ নির্বাচনে নির্ধারণকৃত ৮৩ টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত প্রশাসন মোতায়েন করা হয়েছে বলে একটি নির্ভরশীল সূত্র জানিয়েছে। নির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- বাংলাদেশ আ’লীগ মনোনীত- আফরুজা বারী (নৌকা), জাতীয় পার্টি মনোনীত-ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল), গণফ্রন্ট মনোনীত-অধ্যক্ষ এম শরিফুল ইসলাম (মাছ) ও এনপিপি মনোনীত- জিয়া জামান খাঁন (আম)। উপজেলা নির্বাহী অফিসার- এসএম গোলাম কিবরিয়া, থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান পৃথক পৃথক ভাবে এ নির্বাচনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বাতœক প্রচচেষ্টা অব্যাহত থাকবে। এদিকে, দুপুরে সুন্দরগঞ্জ পৌর শহরে পূর্ব বাইপাস মোড় নামক স্থানে সাংবাদিকদের নিকট র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩-এর পক্ষ থেকেও একই মতবাদ ব্যক্ত করেন উইং কমা-’র আব্দুল আহাদ।
২০১৭ সালের ২২ মার্চ অনুষ্ঠিত এ আসনের প্রথম দফা উপ-নির্বাচনে নির্বাচিত সরকার দলীয় সাংসদ- গোলাম মোস্তফা আহমেদ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকাস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একই বছরের ১৯ ডিসেম্বর মারা যান। ফলে দশম জাতীয় সংসদ মেয়াদেই এ আসনের দ্বিতীয় দফা উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ৪ ফেব্রুয়ারী সন্ধ্যায় রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার- জিএম সাহাতাব উদ্দিন গণ-বিজ্ঞপ্তি জারী করেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ গ্রামের মাষ্টারপাড়াস্থ নিজ বাসভবনে আততায়ীদের গুলিতে আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনাবস্থায় এ আসনের সরকার দলীয় সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটন মারা যান। ফলে প্রথম দফা উপ-নির্বাচনে সাংসদ নির্বাচিত হয়েছিলেন- গোলাম মোস্তফা আহমেদ।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here