সুন্দরগঞ্জে বীর- মুক্তিযোদ্ধার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

0
312

খবর৭১:আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডর বীর- মুক্তিযোদ্ধা লায়েক আলী খাঁন মিন্টু বুধবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনাবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…….. রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, ছেলে, মেয়ে, বোন ও দুই বড় ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দুপুরে গাইবান্ধা কেন্দ্রীয় কবরস্থানে মরহুমের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। এসময় মরহুমের সহযোদ্ধাবৃন্দ, সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে থানা অফিসার ইনচার্জ- আতিয়ার রহমান, সহকারী কমিশনার (ভূমি)-আবু বাক্কার সিদ্দিক, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
বীরমুক্তিযোদ্ধা লায়েক আলী খান মিন্টু’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা পূর্বক শোক-সন্তপ্ত পরিবারের প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও- এসএম গোলাম কিবরিয়া, সহযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ সুন্দরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করা করেন।

খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here