সুন্দরগঞ্জে বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড মডেল হাই স্কুল শীর্ষে

0
397

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় প্রতিষ্ঠিত ব্যতিক্রমী এক শিক্ষা প্রতিষ্ঠানের নাম ‘বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড মডেল হাইস্কুল’। ২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে এবারেও কৃতিত্বের সঙ্গে শীর্ষতম স্থানে রয়েছে বিদ্যালয়টি।
এ পরীক্ষায় বিদ্যালয়টি থেকে ৫৭ শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। এর মধ্যে কৃতিত্বের সঙ্গে শতভাগ পাশসহ ১৬ জন জিপিএ-৫ পেয়েছে। ‘এ’ গ্রেডে ৩৮ ও ‘এ’ মাইনাস পেয়েছে ৩ জন। ২০০১ সালে প্রতিষ্ঠিত ও স্থানীয় শিক্ষানুরাগীদের পরিচালানায় এ শিক্ষাঙ্গনটি ২০১৩ সাল থেকে প্রথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি), জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি)সহ সেকন্ডারী স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি)’য় কৃতিত্ব অর্জন করেই চলছে। এপর্যন্ত এ প্রতিষ্ঠান থেকে পিইসি ও জেএসসি পরীক্ষায় বৃত্তি লাভ করেছে অসংখ্য শিক্ষার্থী। এব্যাপারে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ও চেয়ারম্যান- প্রভাষক আবুল কাশেম বলেন, ভবিষ্যতে আমরা আরো এগিয়ে যেতে চাই। এজন্য সকলের সার্বিক সহযোগিতা কমনা করে তিনি আরো বলেন, প্রত্যেক পিইসি ও জেএসসিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যাও অনেক রয়েছে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here