সুন্দরগঞ্জে বাঁধে আশ্রিতদের পূণঃবাসনের দাবী

0
299

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর ডানতীর বেড়িবাঁধে আশ্রিত ১২ হাজার মানুষের পূণঃবাসনের দাবীতে মানববন্ধন পালিথ হয়েছে।
মঙ্গলবার ভূমিহীন ও বাস্তহারা সংগ্রাম কমিটির উদ্যোগে উপজেলা পরিষদের সামনের রাস্তায় তিস্তাসেতু সংযোগ সড়ক নির্মাণে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধে দু’ধারে আশ্রিত পূনঃবাসনে দাবীতে মানববন্ধন পালিত হয়। এতে বক্তব্য রাখেন- গাইবান্ধা জেলা বাসদের সমন্বয়ক গোলাম রব্বানী, ভূমিহীন বাস্তহারা সংগ্রাম কমিটির উপদেষ্টা আবু বক্কর, সদস্য আব্দুস সামাদ সরকার, রফিকুল ইসলাম, ইউসুফ আলী, বাস্তহারা শামছুল হক, দেলোয়ার হোসেন, বাতাসু ও রাশেদা বেগম। বক্তারা দাবী জানিয়ে বলেন- রাস্তা সম্প্রসারণের কাজে তাদের বাস্তভিটা থেকে উচ্ছেদ করায় তারা আজ বাস্তহারা হয়ে পড়েছে। অবিলম্বে তাদের মাথা গোজার ঠাঁই দাবী করে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। মানববন্ধন পূর্বে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here