সুন্দরগঞ্জে বসতবাড়িতে দুর্বৃত্তায়নে ব্যাপক লুটপাট-ভাংচুর , আহত-৫

0
337

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চন্ডিপুর (দাসের খামার) গ্রামের ব্যাংক কর্মচারী শামছুল হকের বসতবাড়িতে বেপরোয়া হামলা চালিয়ে ব্যাপক লুটপাট, ভাংচুর, মারপিটসহ গাছ পালা কর্তন করেছে দুর্বৃত্তরা।
এঘটনায় ৩ নারীসহ আহতে হয়েছেন ৫ জন। স্থানীয়রা জানান, রবিবার সকালে উক্ত গ্রামের মৃত আব্দুল গনি ব্যাপারীর পুত্র ব্যাংক কর্মচারী শামছুল হকের অনুপস্থিতিতে প্রতিবেশি সাহাব উদ্দিনের পুত্র রাজু মিয়া, ফয়েজ উদ্দিনের পুুত্র শান্তু ও রঞ্জু মিয়ার নের্তৃত্বে ২৫-৩০ জনের একটি দল সশস্ত্র হামলা চালায়। এসময় হামলাকারীরা বসতবাড়ির বিভিন্ন প্রকারের আসবাবপত্র, ঘিরা, গাছপালার ব্যাপক ভাংচুর, কর্তন, স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা লুটপাট ও মারপিট করে। এতে শামছুল হকের স্ত্রী ফাতেমা ওরফে নারগিস বেগম (৫৫), সাহাব উদ্দিনের স্ত্রী জমিলা বেগম (৫০), জাহিদুলের স্ত্রী মুন্নি বেগম (৩০)-সহ ৫ জন আহত হন। তাদের মধ্যে ৩ নারীকে আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। প্রত্যক্ষদর্শী ও শামছুল হকের পারিবারিক সূত্র জানায়, রাজু ও শান্তুদের বাড়িতে যাতায়াতের রাস্তা নিয়ে দন্দ্ব হয়। একপর্যায়ে ব্যাংক কর্মচারী শামছুল হকের বসবাসরত বিল্ডিং ভেঙ্গে তাদের বাড়িতে যাতায়াতের রাস্তা দাবী করে। তা না দেয়ায় রাজু ও শান্তু গং একযোগে এ ঘটনা ঘটিয়েছে। রাজু গং-এর পূর্ব পুরুষের কাছ থেকে কবলা সূত্রে ঐ জমির মালিকানার্জনের পর গত ২০-২২ বছর ধরে শামছুল হক শান্তিপূর্ণ দখল ভোগ করছেন। হামলার পর থেকে রাজু ও শান্তু আত্ম গোপন রয়েছেন। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)- রাশেদুল ইসলাম জানান, বিষয়টি দেখতেছি।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here