সুন্দরগঞ্জে প্রক্সিদাতাকে কিশোর আদালতে পাঠানোর নির্দেশ

0
354

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে পরীক্ষায় চাচার প্রক্সিদাতা কিশোর মোসাদ্দেকুর রহমানকে কিশোর আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
জানা যায়, শনিবার এইচএসসি’র ইংরেজী ২য় পত্রের পরীক্ষায় উপজেলার বেলকা ডিগ্রী কলেজ কেন্দ্র্রে চাচার বদলে পরীক্ষা দিতে আসে মোসাদ্দেকুর। বিষয়টি জানতে পেয়ে তাকে আটকের পর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম গোলাম কিবরিয়া ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বয়স বিবেচনায় মোসাদ্দেকুর রহমানকে কিশোর আদালতে পাঠানোর নির্দেশ দেন। সে গাইবান্ধা সরকারি কলেজের এইচএসি প্রথম বর্ষের ছাত্র। তার চাচা আজিজার রহমান (মিন্টু) উপজেলার চন্ডিপুর এফ হক স্কুল এন্ড কলেজের ছাত্র। এব্যাপারে মোবাইল ফোণে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন- মোসাদ্দেকুর ভালো ছাত্র হিসেবে এইচএসসি ১ম বর্ষের ছাত্র হলেও সে এইচএসসি দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিতে আসায় আটক হয়। তার বয়স বিবেচনায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কিশোর আদালতে পাঠানোর জন্য থানা অফিসার ইনচার্জকে নির্দেশ দেয়া হয়েছে।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here